আবহমানকালের জীবন সংসার, কলহ-বিবাদ, স্বার্থপরতার মতো এক ভিন্নমাত্রার গল্প উঠে এসেছে নাটক ‘বউ আমার চেয়ারম্যান’। রোমান্টিক কমেডি ধাঁচের গল্পকে কেন্দ্র করে গীতিকবি ও নাট্যনির্মাতা জহুরুল ইসলাম জনি এবার নির্মাণ করেছেন ‘বউ আমার চেয়ারম্যান’ শিরোনামের এ নাটকটি।
নাটকটিতে চেয়ারম্যানের নাম ভুমিকায় অভিনয় করেছে সময়ের জনপ্রিয় মডেল, টিকটক তারকা নওরীন জাহান নিলা, তার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছেন নবীন তুর্কি সম্ভাবনাময় অভিনেতা সাইফুল ইসলাম রনি।
এছাড়াও “খায়রুন সুন্দরী” সিনেমার রফিক খ্যাত ওয়াদুদ রঙিলা অভিনয়ে ফিরছেন বেশ কয়েক বছর পর এই নাটকের মাধ্যমে । এদের পাশাপাশি রবিউল ইসলাম বকুল, রতন, নয়ন,নাশিদুল ও মাইশা এদের প্রাণবন্ত অভিনয়ে নাটকিতে ভিন্নমাত্রা যোগ হয়েছে।
চিত্রগ্রহন ও সম্পাদনায় জেএস জিসান দেখিয়েছেন দারুন মুন্সিয়ানা । নাটকটির আবহ সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীত পরিচালক দূর্জয় মামুন।
গাজীপুরের বিভিন্ন মনোমুগ্ধকর শুটিং লোকেশনে শুটিং সম্পন্ন হওয়ার পর নাটকটি রয়েছে এখন সম্পাদনার টেবিলে। সবকিছু ঠিক থাকলে দেশের যেকোনো স্যাটেলাইট টেলিভিশনে প্রিমিয়ার হওয়ার পর “রনি এন্টারটেইনমেন্ট” ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হবে এই নাটকটি বলে জানিয়েছেন কলাকৌশলীরা।