স্বাধীনতা বিরোধী একটি চক্র ভাস্কর্য নিয়ে নতুন একটি ইস্যু তৈরি করে পানি ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বিপিএম। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে শেরপুর পুলিশ লাইন্স মাঠে আয়োজিত রেঞ্জ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা যারা মুসলমান আমরা কিন্তু মধ্যেপ্রাচ্যকেই অনুসরণ করি। সেখানেও কিন্তু নেতাদের এমন ভাস্কর্য রয়েছে। কাজেই সেই বিবেচনা যদি আমরা চিন্তা করি আর জাতির পিতার বিষয়টা এখন সাংবিধানী ভাবেই জাতির পিতা। শুধু তাই নয়, আমরা আজ স্বাধীনভাবে চলাফেরা কথাবার্তা যাই বলি না কেনো এটা অবশ্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান। যিনি সারাজীবন সংগ্রাম করেছেন এই দেশটাকে স্বাধীন জন্য। তাঁর আগেতো কেউ স্বপ্নও দেখে নাই স্বাধীনতার জন্য। এই ইস্যু যেনো তৈরি করতে না পারে সেজন্য পুলিশ তৎপর রয়েছে পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, পুলিশ সুপার ইনসার্ভিস আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ৫ থানার ওসি এবং স্থানীয় সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্ণামেন্টে স্বাগতিক শেরপুর জেলা পুলিশ দলকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনা জেলা পুলিশ দল। ম্যান অব দি ম্যাচ ও ম্যান অব দি টুর্ণামেন্ট পুরষ্কার লাভ করেন নেত্রকোনার অলরাউন্ডর প্রান্ত সাহা।
উল্লেখ্য, টুর্ণামেন্টে ময়মনসিংহ রেঞ্জের চার জেলা স্বাগতিক শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা পুলিশ দল অংশগ্রহণ করে।