আজ ৫ জুন সোমবার মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন সর্বদলীয় সংগ্রাম পরিষদের শেরপুর অঞ্চলের অন্যতম সদস্য ভাষা সৈনিক আব্দুর রশীদের তৃতীয় মৃত্যু বার্ষিকী। শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।
ভাষা সৈনিকের পরিবারের পক্ষ থেকে নেয়া দিনের কর্মসূচির মধ্যে ছিল সকালে তার প্রতিকৃতিতে ও চাপাতলী পৌর কবরে পুষ্পমাল্য অর্পণ এবং কবর জিয়ারত। এ ছাড়া ভাষা সৈনিকের শেরপুর শহরের গৃদানারায়নপুরের বাসভবনে সকালে কোরআন খানী, বিকেলে দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আব্দুর রশীদ ১৯৩১ সালের ২৫ জানুয়ারি শেরপুর পৌর শহরের শেখহাটি মহল্লায় এক সাধারণ কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন। শেরপুরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া একাডেমীতে অধ্যয়নকালে ছাত্রাবস্থায় তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এরপর ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট, ৬২’র শিা কমিশন আন্দোলন, ৬৯’র গণঅভ্যূত্থান, ৭০’র নির্বাচন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রাখেন। আইয়ুব বিরোধী আন্দোলনের সময় কারারুদ্ধ হন তিনি।
করে গেছেন।
তিনি ৮৪ বছর বয়সে বার্ধক্য জনিত কারণে ২০১৪ সালের ৫ জুন ভোর সাড়ে তিনটায় শহরের গৃদানারায়নপুরের নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি এটিএন বাংলা ও এটিএন নিউজের শেরপুর জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রহিম বাদলের বাবা।