নাঈম ইসলাম, শেরপুর:
দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই ফুলের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছে শেরপুরের ফুল চাষীরা।
শেরপুর সদর উপজেলার বয়রা পরাণপুরে নার্সারী গুলোতে চলছে ফুলচাষীদের ব্যস্ততা। কালার গোলাপ, চায়না গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, সূর্যমুখী, জারবেরা, গ্লাডিওলাস সহ বিভিন্ন জাতের ফুল চাষ করেছে তারা।
আর এ দিবসগুলোকে ঘিরে তারা শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। জমিতে কীটনাশক, পানি সেচ, খুঁটি বেঁেধ দেওয়া, আগাছা দমন করছে তারা। এ মৌসুমে তেমন শীত না থাকায় ফলন ভালো হয়েছে।
পরাণপুরে বিভিন্ন নার্সারতে গিয়ে দেখা যায়, চাষিরা ব্যস্ত সময় পার করছে। ফুল চাষি শামসুল হক জানান, তিনি ৪ কাঠা জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ করেছেন। এখন জমিতে সার দেওয়ার সময় হয়েছে। ইতিমধ্যে গোলাপের প্রায় সব ফুলসহ চারা বিক্রি হয়ে গেছে। বসন্ত ও ভালবাসা দিবস ঘিরে প্রতিটি ফুলসহ গোলাপের চারা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজু নার্সারীর মালিক রাজু মিয়া বলেন, এ বছর ফুলের দাম ভালো আছে। গত সপ্তাহ থেকেই শহর থেকে বিভিন্ন লোকজন বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা বাগানে এসে তাদের পছন্দের ফুলের চারা সংগ্রহ করছে।
ফুল কিনতে আসা শেরপুর সরকারী কলেজের শিক্ষার্থী মৌমিতা জাহান দিয়া বলেন, টাটকা ও পছন্দসই ফুল পেতেই এখানে আসা। আমি গোলাপ, গাঁদা ও , গ্লাডিওলাসের মোট তিনশ টাকার ফুলের চারা কিনেছি।
আবার অনেকে আসে ফুলের বাগানে ছবি উঠাতে। ছবি তুলতে আসা নাফিস-মারিয়া দম্পতি বলেন, এখানে বিভিন্ন ফুল ও ফুলের গাছ নিয়ে ছবি তুলতে ভালো লাগে তাই এসেছি।
তবে শহরের ফুল ব্যবসায়ীরা জানান, শেরপুরে মাত্র কয়েকটি নার্সারী আছে যা থেকে তেমন ফুল পাওয়া যায়। তাছারা সেখানে ফুলের চারাগাছ বেশি বিক্রি করা হয়। তাই তারা তেমন ফুল সরবাহ করতে পারেনা।