ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে প্রাণে বাঁচলেন ইতালির তারকা স্ট্রাইকার সিরো ইমোবিল। তবে হাত, পাঁজর এবং হার্টে আঘাত পেয়েছেন তিনি। আছেন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে।
রোববার ইতালির রোমে অনাকাঙ্খিত এক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে ইমোবিলের গাড়ি। একটি ট্রামের সঙ্গে ধাক্কা লেগে ঘটেছে এই দুর্ঘটনা। ইতালিয়ান ফরোয়ার্ডের সঙ্গে গাড়িতে তার দুই কন্যাও ছিলেন।
দুর্ঘটনার পর ইমোবিল যতটুকু কথা বলতে পেরেছেন, তাতে তিনি পুলিশকে জানিয়েছেন, ট্রামটা সিগন্যালের লাল বাতি উপেক্ষা করে তার গাড়িতে এসে লাগিয়ে দেয়। তাতেই এত বড় দুর্ঘটনা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইমোবিল আহত হলেও তার প্রাণশঙ্কা নেই। তার দুই কন্যাও বড় ধরনের ইনজুরি থেকে বেঁচে গেছেন।
দুর্ঘটনায় ইমোবিলের গাড়ি ছাড়াও ট্রামের ৭ সাত যাত্রী আহত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে।
৩৩ বছর বয়সী ইমোবিল ইতালি জাতীয় দলের হয়ে ৫৫টি ম্যাচ খেলেছেন। ক্লাব লাজিওতে ২৮৯ ম্যাচে ১৯৪ গোল করেছেন তিনি। চলতি মৌসুমে সিরিআতে ১০ গোল করেছেন এই স্ট্রাইকার। তার দল লাজিও আছে পয়েন্ট তালিকার দুই নম্বরে।