You dont have javascript enabled! Please download Google Chrome!

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্টের বিশেষ অফার

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ভার্চুয়াল বিশ্বজুড়ে চলছে ছাড়ের উৎসব। পিছিয়ে নেই বাংলাদেশের উদ্যোক্তারাও। ওয়েব হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান এক্সনহোস্ট এ উপলক্ষে তাদের সকল হেস্টিং সার্ভিসে দিচ্ছে ২০ -৭০ শতাংশ পর্যন্ত ছাড়।

এসএসডি শেয়ার্ড হোস্টিংয়ের এই প্যাকেজের সাথে গ্রাহকরা বিনামূল্যে ফ্রি এসএসএল ,সাইট ট্রান্সফার, অটো ইনস্টলার সহ ইনস্ট্যান্ট সেটআপ সুবিধা পাচ্ছেন।

এক্সনহোস্টের চেয়ারম্যান মাছুমুল হক বলেন, ‘শুক্রবার থেকে শুরু হওয়া এই অফারটি চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। আমাদের ওয়েবসাইট থেকে www.exonhost.com/blackfriday থেকে খুব সহজেই কুপন কোড (BFCM70OFF) ব্যবহার করে ছাড়ের সুবিধা পাওয়া যাবে।’

বর্তমানে বিশ্বের প্রায় ৭০ দেশে ডোমেইন হোস্টিং সেবা প্রদান করছে এক্সনহোস্ট। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন কোম্পানি সিপ্যানেল, ক্লাউডলিনাক্স, লাইটস্পিড এবং সফটাকোলাসের সাথে পার্টনারশিপ গড়েছে বাংলাদেশের এই প্রতিষ্ঠানটি।

ব্যক্তিগত ওয়েবসাইট থেকে শুরু করে কর্পোরেট ওয়েবসাইটের জন্য ডোমেইন, ওয়েব হোস্টিং, ভার্চুয়াল সার্ভার, ডেডিকেটেড সার্ভার ও ক্লাস্টার সার্ভার সলিউশন দিচ্ছে এক্সনহোস্ট।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!