You dont have javascript enabled! Please download Google Chrome!

ব্র্যান্ডিং হচ্ছে শেরপুরের তুলসীমালা সুগন্ধী চাল আর পায়েস

শেরপুরের ব্র্যান্ডিং হচ্ছে তুলসীমালা সুগন্ধী চাল আর শত বছরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ছানার পায়েস। দেশ-বিদেশে বাংলাদেশের ভৌগেলিক নির্দেশক পণ্যের (জিআই) প্রচার ও প্রসারের জন্য জেলাভিত্তিক তালিকা তৈরি সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম, খামারবাড়ীর উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, অ্যাড. রফিকুল ইসলাম আধার, চেম্বারের সহ-সভাপতি আলহাজ হায়দর আলী প্রমুখ বক্তব্য রাখেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!