চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার ব্যবসায় নাম লেখালেন। রাজধানীর যমুনা ফিউচার পার্কে একটি কফি শপ চালু করেছেন তিনি। ৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়েছে।
‘এক্সপ্রেস ক্যাফে সিগনেচার’ নামের এ কফি শপটি শিরিন নামের একজন অ্যাথলেটের সঙ্গে যৌথভাবে চালু করেছেন তিনি। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘অনেকদিন ধরে এ ধরনের একটি কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছিলাম। কিন্তু করোনার লকডাউনের কারণে বারবার পিছিয়ে যাচ্ছিল কার্যক্রম। এখন যেহেতু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তাই শপটি উদ্বোধন করলাম। আশা করছি এ ক্ষেত্রে সবার সহযোগিতা পাব।’ এদিকে অভিনয়েও ব্যস্ত সময় যাচ্ছে এ চিত্রনায়িকার। সম্প্রতি ‘প্রেম প্রীতি বন্ধন’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন। এর আগে ‘ছায়া বৃক্ষ’ নামের সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ-২’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
#যুগান্তর