বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যদিয়ে এ সরকার ক্ষমতায় এসে সমস্ত বাংলাদেশকে জেলখানায় রূপান্তরিত করেছে। তাই তৃণমূল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনসমূহকে সুসংগঠিত করে শক্তি অর্জনের মধ্য দিয়ে বিএনপির অন্যতম দু’সম্পদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে হবে এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে টেমস নদীর ওপার থেকে দেশে ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন, আজ আমরা স্বাধীন দেশে পরাধীনভাবে বসবাস করছি। তিনি বুধবার (২৬ জুন) রাতে শেরপুর জেলা কৃষকদল আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যদানকালে এসব কথা বলেন।
সংগঠনের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম আঙ্গুরের সভাপতিত্বে গৃদা নারায়ণপুরে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন কৃষকদলের ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নাছির হায়দার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক লাভলু, সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম স্বপন, মামুনুর রশিদ পলাশ, থানা বিএনপির আহ্বায়ক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাস্টার, সদস্য সচিব আব্দুল লতিফ, যুবদল সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল খালেক, সদস্য সচিব কামরুল হাসান, জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক নেয়ামুল হাসান আনন্দ, ইউপি চেয়ারম্যান মো. নূরে আলম, সাবেক ছাত্রদল সভাপতি আবু রায়হান রূপন প্রমুখ। সম্মেলন শেষে মো. আমিনুল ইসলাম আঙ্গুরকে আহ্বায়ক, মো. জাহাঙ্গীর আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মো. রহুল আমীনকে সদস্যসচিব নির্বাচিত করে জেলা কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়। সম্মেলন পরিচালনা করেন জেলা কৃষকদলের সদস্য সচিব মো. রহুল আমীন।