বৃষ্টি বিপত্তি থাকলেও ঈদের ছুটি পুরোটা উপভোগ করতে ভুল করেনি শেরপুরবাসী। তাইতো হালকা বৃষ্টি মাথায় নিয়েই তারা বেরিয়ে পড়েছেন বিভিন্ন বিনোদনকেন্দ্রগুলোতে।
দিনভর থেমে থেমে বৃষ্টি বাগড়া দিলেও শেরপুরের গারো পাহাড়ে প্রকৃতির সান্নিধ্যে ছুটির কয়েকটা দিন কাটাতে ছুটে যাচ্ছে বিনোদনপ্রেমী মানুষ।
ঈদের ৩য় দিন গজনী অবকাশ, মধুটিলা ইকোপার্ক, রাজারপাহাড়, অর্কিড, শেরপুর-জামালপুর সেতু, তাতালপুর বিএম সড়ক, ডিসি উদ্যান, শিশু পার্ক মুখর হয়ে উঠেছে মানুষের পদচারণায়; গড়জরিপার, ঘাগড়া লষ্কর মসজিদ, চন্দ্রকোনা ব্রিজ, নকলা বাইপাস সড়কেও ঘুরতে যান যান অনেকে।
ঈদের ছুটি উপভোগে বাদ যায়নি নালিতাবাড়ীর পানিহাতাও।
পাহাড়ে এসে কেউ মেতেছেন সেল্ফি তুলতে, কেউ উড়াচ্ছেন ঘুড়ি। কেউ একটু নির্মল বাতাস উপভোগ করছেন। আবার অনেকে বেড়ানোর সাথে সাথে মধু, গুড়ের জিলাপি কিনে ফিরছেন বাড়িতে।
ঈদের পরের দিন ছাড়াও ১৫ অগাস্টের সরকারি ছুটির পরে রয়েছে দুই দিনের সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে রোববারের আগে কর্মচাঞ্চল্য ফিরে আসার সম্ভাবণা ক্ষীণ।
ছুটির এই সময়ে রাজধানী থেকে থেকে শেরপুরে পরিবার নিয়ে ঈদ কাটাতে এসেছেন সাইফুল ইসলাম সাকিম।
তিনি শেরপুর টাইমস ডটকমকে বলেন, ঈদের দিন কোরবানির পশু জবাই, স্বজনদের বাসায় বেড়ানোর মধ্যে দিয়ে সময় পার করলেও আজকে ছুটে এসেছি গারো পাহাড়ে।
ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাসেল। রাসেল বলেন, ঈদের টানা ছুটিতে এবার বাড়িতে এসেছি ভাইদের সাথে ঈদ করতে। সব মিলিয়ে এবারের ঈদের আনন্দটা অনেক বেশি হচ্ছে। সকাল থেকে বৃষ্টির জন্য বাসা থেকে কয়েকবার প্রস্তুতি নিয়েও বের হতে পারিনি। বিকালের পর বৃষ্টি না হওয়ায় পরিবারের সবাইকে নিয়ে এসেছি গজনীতে।
বৃষ্টি বেড়ানোতে বিঘ্ন ঘটালেও আটকাতে পারেনি রাসেলের মতো আরও অনেককেই।
ঈদে শেরপুরের সিনেমাহল গুলোতে আগের ঈদের মত ভিড় ছিলনা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সত্যবতী সিনেমা হলের টিকেট মাস্টার হজরত আলী শেরপুর টাইমসকে বলেন, আগের মত এখন আর মানুষ সিনেমা হলে আসেনা। এবার ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘বেপরোয়া’ নামে দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে শেরপুরে।
নির্বিঘ্ন নিরাপত্তার বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম শেরপুর টাইমস.কমকে জানান, ঈদে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে পুলিশ। থাকবে টহল পুলিশও। এ ছাড়া, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও নিরাপত্তার বিষয়টি দেখবে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট, ব্লকরেইড অব্যাহত থাকবে।