জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)-২০১৮ তে শেরপুর জেলা দল ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় তাদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি শেরপুর জেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। পরে তাদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, কোষাধ্যক্ষ জিন্নাত আলী, দলের কোচ বদরুল হক রিজভী, দলের অধিনায়ক শামীম শাহেদ প্রমুখ। ওইসময় শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিলুফা আক্তারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।