আশনা হাবিব ভাবনা অভিনীত ‘লাল মোরগের ঝুঁটি’ মুক্তি পাচ্ছে আজ। নুরুল আলম আতিক পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক এ ছবিতে এ অভিনেত্রীকে দেখা যাবে পদ্ম চরিত্রে। এটি ভাবনার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি। এদিকে গতকাল সন্ধ্যায় রাজধানীর ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত হয় ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন ভাবনাসহ অন্যান্য শিল্পীরা। ছবিটি আজ মুক্তি পাচ্ছে। কেমন লাগছে? ভাবনা বলেন, সিনেমা বড় ব্যাপার। এটি আমার দ্বিতীয় ছবি। তাই আনন্দের পাশাপাশি কিছুটা নার্ভাসও।
দর্শক ছবিটি কিভাবে নেয় সেটা দেখার অপেক্ষায় আছি। ছবিটি নিয়ে প্রত্যাশা কেমন? উত্তরে এ অভিনেত্রী বলেন, করোনার এই সময়ে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। তাও ডিসেম্বর মাসে। মুক্তিযুদ্ধের একটি ছবি। এটাও একটা ভালো লাগার বিষয়। এ ছবিটি নায়ক-নায়িকা নির্ভর কোনো ছবি না। একেবারেই গল্পনির্ভর। আমি পদ্ম চরিত্রে অভিনয় করেছি। আরও বেশ কিছু চরিত্র আছে গুরুত্বপূর্ণ। সবাইকে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের ছবিটি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো-মন্দ, আলোচনা-সমালোচনা মাথা পেতে নেবো। ভাবনা যোগ করে বলেন, ডিসেম্বরে বেশ কিছু ছবি মুক্তি পাচ্ছে। যেটা সিনেমার জন্য একটা ভালো দিক।
আমি চাই এ মাসে যত ছবি মুক্তি পাবে তার সবই যেন দর্শক দেখতে আসেন। একটি ছবি নির্মাণের পেছনে অনেক শ্রম-ভালোবাসা থাকে। সেটা সফল হয় যদি দর্শকরা হলে এসে ছবিটি দেখেন। নতুন কোনো ছবিতে কাজ করা হচ্ছে? ভাবনা উত্তরে বলেন, সিনেমার প্রস্তাব পাই প্রতিনিয়ত। এরমধ্যে একটি ছবি হয়তো করবো। খুব দ্রুতই সেটা পাকাপাকি হবে। আর তা হলেই সবাই জানবেন। এদিকে সম্প্রতি প্রথমবারের মতো একটি ট্যালেন্ট শোর বিচারকের আসনে বসেছেন ভাবনা। শুরু হয়েছে বাংলালিংকের নতুন ট্যালেন্ট শো ‘টফি স্টার সার্চ’।
বাংলালিংকের এই ওটিটি প্ল্যাটফরমের শোটিতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গান, নাচ, অভিনয়, যাদু বা অন্যান্য যেকোনো প্রতিভা তুলে ধরা যাচ্ছে এ আয়োজনে। এ অভিনেত্রী বলেন, এরইমধ্যে শোটির শুটিং করেছি। আবার ১২ তারিখ শুটিং আছে। বেশ বড় আয়োজনে হচ্ছে ট্যালেন্ট শোটি। আমি নিজেও বিয়ষটি নিয়ে এক্সাইটেড। ভাবনা আরও বলেন, বিভিন্ন শাখায় নিজের প্রতিভা তুলে ধলার এমন আয়োজন সচরাচর হয় না। এখানে কোটি টাকার পুরস্কার থাকছে। আমি ব্যাক্তিগতভাবে এই শোটি নিয়ে খুব আশাবাদী।