মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার নেতৃবৃন্দরা শহীদ মিনারে পূস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে জেলার নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের তারাগঞ্জ উত্তর বাজারস্থ শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা। এসময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার নেতৃত্বে পূস্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবমৈত্রীর শেরপুর জেলার আহবায়ক রাজু আহমেদ, ওয়ার্কার্স পার্টির জেলা সদস্য খালেদা বেগম, উম্মে কুলসুম, সফুরা বেগম, রফিকুল ইসলাম ও ফজলহক প্রমুখ।