আগমী জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহন না করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘যদি বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করে তবে বিএনপি নামক রাজনৈতিক দলটির অস্থিত থাকবে না।’ আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘২০১৩-১৫ সালে বিএনপি হরতাল ও অবরোধের নামে মানুষ হত্যা করেছে। তাদের কর্মীদের ছোরা বোমার আঘাতে মায়ের কোলে নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে।’
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।