শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী এলাকার উত্তর পলাশীকুড়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকালে এর উদ্বোধন করা হয়।
উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ জামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই তিন তলা ফাউন্ডেশন বিশিষ্ট মসজিদের দুই তলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন পোড়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুবকর সিদ্দিক, মসজিদের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, কোষাধ্যক্ষ সেলিম মিয়া, প্রভাষক শেখ ফরিদ, প্রধান শিক্ষক মনতাজ আলী, আব্দুর রহমান জাওহারী, ইমাম ও খতিব মাহমুদউল্লাহ, ইউপি সদস্য হযরত আলী, আবদুর রশিদ, সাবেক ইউপি সদস্য নুরুল হক, আলী হোসেন, ডাঃ আবুল কালাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।