নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ দল। সিলেটে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমেছে টাইগ্রেসরা। তবে এরই মাঝে বৃষ্টির হানায় বন্ধ হয়েছে খেলা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭.৩ ওভারে ৭ উইকেটে ৫৮ রান।
সিলেট স্টেডিয়ামে আগের রাতে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ছিল ভেজা। এ অবস্থায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ। ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। জাহানারার পরিবর্তে খেলছেন লতা মণ্ডল।
ভেজা উইকেটে বাংলাদেশের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম ২৫ বলে স্কোরবোর্ডে আসে মাত্র ৩ রান, সেই সঙ্গে হারাতে হয় তিনটি উইকেট। শামীমা সুলতানা, ফারজানা হক ও রুমানা আহমেদ প্রত্যেকেই মাত্র ১ রানে আউট হন।
এমন শুরুর পর দলের হাল ধরেন নিগার সুলতানা জ্যোতি ও লতা মন্ডল। দুজনের ২৪ রানের জুটিতে বিপর্যয় সামাল দেয় টাইগ্রেসরা। লতা ১২ রানে ফেরার পর ১৭ রান করে সাজঘরে ফেরেন জ্যোতিও। সোভানা মোস্তারি ও ঋতু মনি দ্রুত ফিরলে আরো বিপদে পড়ে বাংলাদেশ।
এমতাবস্থায় একপ্রান্ত আগলে রেখে লড়াই করছেন সালমা খাতুন। তিনি ১৭ রানে অপরাজিত আছেন।