রাজনৈতিক অঙ্গণে আলোচনায় শীর্ষে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে আজীবন বহিষ্কারের খবর। অবশ্য বহিষ্কারের খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে জানেননি গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর। যে কারণে এ নিয়ে কোনো প্রতিক্রিয়াও নেই আলোচিত এই নেতার।
শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল।
বহিষ্কারের বিষয় নিয়ে মেয়র জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, ‘আগে আমার পার্টি থেকে বিষয়টি জানাক, তারপর মন্তব্য করব। ‘
বহিষ্কারের বিষয়ে কেন্দ্রে যোগাযোগ করা হয়েছে কি না এ বিষয়ে কিছু বলেননি তিনি।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন তিনি।
যদিও শুরু থেকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। ষড়যন্ত্র করে কেউ এই ভিডিও এডিট করেছে বলেও দাবি করেছেন তিনি।