You dont have javascript enabled! Please download Google Chrome!

বর্তমান সরকার ভিক্ষুদের পূনঃবাসন করে সামাজিক পেশায় ফিরিয়ে নিয়ে আসতে বদ্ধপরিকর —বস্ত্র পাট প্রতিমন্ত্রী

ফজলে এলাহী মাকাম॥
বস্ত্র পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, বর্তমান সরকার ভিক্ষুদের পূনঃবাসন করে সামাজিক পেশায় ফিরিয়ে নিয়ে আসতে বদ্ধপরিকর। তাই ভিক্ষুদের পুনবাসনের পরে যদি কেউ এই পেশায় পুররায় যায় তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সমাজের এই ঘৃনিত পেশা পরিহার করে সামাজিক ভাবে যে পেশা রয়েছে তাতে মনোযোগী হতে হবে।

দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলার ভিক্ষুদের পুনবাসনে ভেনগাড়ি ও ছাগল বিতরন কাছে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপ-সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী, পৌর মেয়র মির্জা সাখাওতুল আলম মনি,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আতিকুর রহমান ছানা সহ আরো অনেকে। এ সময় জেলার ৫০ জন ভিক্ষুককে ভেনগাড়ি ও ছাগল বিতরন করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!