বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জুন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এর আগে স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষাসমূহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির মাধ্যমে এই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার সকালে অনলাইনে অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩ তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এতে সভাপতিত্ব করেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা চলার সময়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ থাকবে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা গ্রহণ করতে পারবেন না।
এ ছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষা আগামী ১৫ জুন থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে নিজ নিজ বিভাগের একাডেমিক কমিটি আলোচনা করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে।