শেরপুরের নালিতাবাড়ীতে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার কলসপাড় ইউনিয়ন পরিষদে তিনি এই ত্রাণ বিতরণ করেন।
এ সময় বন্যাদুর্গত এলাকার শত শত মানুষ ছুটে আসলেও ত্রাণ সহযোগিতা পেয়েছেন ৩০০ শত পরিবার। ইলিয়াস কাঞ্চন এলাকার ক্ষয়ক্ষতির কথা শুনে পুনর্বাসনের জন্য আরো সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।
এদিকে, ইলিয়াস কাঞ্চনের ত্রাণ বিতরণের কথা শুনে এলাকার শতশত উৎসুক জনতা তাকে এক নজর দেখার জন্য ভীড় করেন। এতে তিনি প্রতিজনকে ত্রাণ হিসেবে ১ কেজি আটা, ৪ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবন, আধা কেজি চিড়া, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি পেঁয়াজ ও ২ কেজি আলু বিতরণ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, নিরাপদ সড়ক চাই এর মহাসচিব এসএম আজাদ হোসেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একেএম ফকরুল আলম, ময়মনসিংহের নিরাপদ সড়ক চাই এর সভাপতি আব্দুল কাদের চৌধুরী, সহ-সভাপতি স্বাধীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, প্রিন্সিপাল মুনীরুজ্জামান মুনীর, জয়জিত দত্ত শ্যামল ও এডভোকেট শুধাশু কালোয়ার সহ অন্যান্যরা।