বকশীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মো: শাহ্ জামাল, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জের বাট্টাজোড়র নতহুন বাজার থেকে ১৬৫ পিস ইয়াবা ও একাধিক মোবাইল এবং সীমসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার রাতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানের নেতৃত্বে র্যাব বাট্টাজোড় থেকে রুবেল রানা (৩১) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে। সে মৃধাপাড়া গ্রামের আসাদুজ্জামানের ছেলে বলে জানাগেছে। এ ঘটনায় বকশিগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।