প্রায় ১০ বছর পর আবারও চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। এবার তাকে দেখা যাবে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’ চলচ্চিত্রে। আজ থেকে চাঁদুপরের হরিপুর চৌধুরী বাড়িতে ছবির শুটিং শুরু হচ্ছে। মিমির পাশাপাশি ছবিতে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, ফজলুর রহমান বাবু, ফারজানা চুমকিসহ অনেকে।
‘মনপুরা’ ও ‘স্বপ্নজাল’-এর পর এটি গিয়াস উদ্দিন সেলিমের তৃতীয় চলচ্চিত্র। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন সেলিম-চঞ্চল চৌধুরী। আর সিয়াম এবারই প্রথম এই নির্মাতার সঙ্গে কাজ করছেন সিয়াম।
গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘‘আমরা আজ থেকে ‘পাপ-পুণ্য’ শুটিং শুরু করছি। টানা ১৪ দিন শুটিং করার পরিকল্পনা আছে। আমরা চাই এই ধাপে প্রথম লটের শুটিং শেষ করতে।’’
এদিকে আফসানা মিমি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘প্রিয়তমেষু’। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছিলেন মোরশেদুল ইসলাম।