You dont have javascript enabled! Please download Google Chrome!

ফুসফুসের ক্যানসার রোগীদের জন্য সুসংবাদ

ফুসফুস ক্যানসার একটি জটিল রোগ। প্রত্যেক বছরই বহু মানুষ মরণঘাতী রোগটির কবলে পড়ে প্রাণ হারান৷ যার মধ্যে ৮০ শতাংশ ধূমপানের সঙ্গে সম্পর্কযুক্ত৷ জনসচেতনতা বাড়ানোর জন্য নানা ধরনের উদ্যোগও গ্রহণ করেছে সরকার৷

ফুসফুস ক্যানসারের বিষয়টি নিয়ে ইঁদুরের ওপর পরীক্ষা চলানো হয়৷ এক গবেষক জানাচ্ছেন, পরীক্ষিত প্রত্যেকটি ইঁদুরের মধ্যে টিউমারের ৪৫ শতাংশ প্রবণতা কমেছে৷ পরীক্ষার বাইরে থাকা ইঁদুরগুলোর মধ্যে কিন্তু কোনোরকম উন্নতি দেখা যায়নি৷ ইঁদুরগুলোকে মোট চারটি গ্রুপে ভাগ করে গবেষকরা ২৬ সপ্তাহ ধরে পরীক্ষা চালান৷ যেখান থেকেই সামনে আসে তথ্যটি৷ একই পদ্ধতি মানবদেহের জন্যও প্রযোজ্য বলে জানিয়েছেন গবেষকরা৷

যুব সম্প্রদায়ের মধ্যে ধূমপানের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে৷ শুধু তাই নয়, নেশার কবলে পড়ে বহু মানুষ প্রাণ হারালেও মানুষের মধ্যে সচেতনতা বাড়েনি৷ বিভিন্ন টিভি চ্যানেল, সিমেনার বিরতিতে ধূমপান নিয়ে সতর্কতা দেখা গিয়েছে৷ অন্য একটি গবেষণার তথ্য জানাচ্ছে, বেশির ভাগ কলেজপড়ুয়ারাই আবার একাধিক নেশায় আসক্ত৷ যার মধ্যে গাঁজা, সিগারেট অন্যতম৷

সূত্র: যুগান্তর

শে.টা.বা.জ

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!