জীবনের বাতি তার নিভু নিভু করেও জ্বলে উঠেছে অনেকবার। অনুজদের ফিরে এসে জুগিয়েছেন অনুপ্রেরণা।
ফুটবল পায়ে যে মানুষ সব সময়ের সেরাদের একজন; তার কাছ থেকে কিছু শুনে নিশ্চয়ই অনুপ্রাণিত হয়েছেন তারাও। তবে পেলে এখন থেকে আর কখনোই কিছু বলবেন না!
ফুটবলের রাজা খ্যাত এই ব্রাজিলিয়ান আর নেই। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার কন্যা কেলি নাসিমেন্তো।