:সাকিব আল হাসান, ববি প্রতিনিধি:
উচ্চ শিক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ এর জন্য মনোনীত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর পাঁচ মেধাবী শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ,জীব বিজ্ঞান এবং ব্যবসায় অধ্যয়নের পাঁচটি অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ (কমুলেটিভ গ্রেট পয়েন্ট এ্যাভারেজ) প্রাপ্ত পাঁচজন শিক্ষার্থীর নাম তালিকাভুক্ত করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তালিকাভুক্ত শিক্ষার্থীরা হলেন, ইংরেজি সাহিত্য বিভাগের শিক্ষার্থী তাবাসসুম ইসলাম (প্রাপ্ত সিজিপিএ ৩.৬৫), গণিত বিভাগের শিক্ষার্থী আসলাম হোসেন (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৪), মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানের সায়মা মুজিব (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৯) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৪) এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা (প্রাপ্ত সিজিপিএ ৩.৯০)।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর তত্ত্বাবধানে ২০০৫ সাল থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং স্থায়ী সনদপ্রাপ্ত বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ এপদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।
শিক্ষার্থীরা মনে করেন, এধরনের রাষ্ট্রীয় সম্মাননা তাদের মাঝে দেশের প্রতি দায়িত্ববোধকে যেমন জাগ্রত করবে তেমনি উচ্চ শিক্ষার বাকি পথটায় প্রেরণা হয়ে কাজ করবে। ২০১৭ সালে দেশের মোট ১৬৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এপদক প্রদান করা হয়।