শেরপুর পৌরসভার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলার পাঠক প্রিয় অনলাইন গণমাধ্যম শেরপুর টাইমস ডটকমের প্রকাশক আনিসুর রহমান।
নভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম ও জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাওয়া নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। এমন অবস্থায় হতদরিদ্র ও দিনমজুররা নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটাতে পড়েছে বিপাকে । সংগতকারণেই সরকারী সহায়তার পাশাপাশি পৌর এলাকায় হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন আওয়ামীলীগ নেতা আনিস।
তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে পৌর এলাকার হতদরিদ্র ৪শ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যবিতরণের ঘোষনা দিয়েছেন। তারই অংশ হিসেবে আজ সকালে দীঘারপাড়,শেখহাটি ও কালিগন্জ এলাকার একশত পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেন। এই সহায়তার আওতায় প্রতিটি পরিবার ৫ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি করে ডাল, হাফ কেজি তেল ও হাফ কেজি লবন পাচ্ছেন।
দিঘারপাড় এলাকার বাসিন্দা রিকশা চালক রজব আলী বলেন, ‘কয়েকদিন ধরে ঘরের বাইরে যেতে পারিনা। চালসহ অন্যান্য খাবার ধার করে খাচ্ছি। আনিস ভাই চাল, ডাল দিয়েছে। খুব উপকার হলো।’
শেখহাটি এলাকার সালেহা বেগম, নার্গিস খাতুন সহ কয়েকজন নারী জানান, ‘আনিস ভাইয়ের কাছ থেকে চাল, ডালসহ অনেক কিছু পেয়েছি। তবে এতে আমাদের কয়েকদিন চলবে। এই পরিস্থিতি যদি থাহে তবে সাহায্য আরো দিতে অইবো।
তরুন শিল্পপতি আনিসুর রহমান আনিস বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যার যার ঘরে থাকছেন। অন্তর্বর্তীকালীন এই পরিস্থিতিতে যারা দিন আনে দিন খায়, হত দরিদ্র দিনমজুর জনগোষ্ঠীও ঘরের বাইরে আসতে পাড়ছে না। সেই দরিদ্র জনগোষ্ঠীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ সহয়তা দিচ্ছে। আমরাও শেরপুর জেলা আওয়ামীলীগের অভিভাবক ,জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক ভাইয়ের নির্দেশে যতটুকু পারি দরিদ্রদের ঘরে ত্রাণ সহয়তা পৌছে দিচ্ছি। আমাদের এই সহায়তা অব্যাহত থাকবে।’