শেরপুর-৩ আসনের (শ্রীবরদী-ঝিনাইগাতী) নির্বাচনী এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা মো. মিজানুর রহমার রাজা। বৃহস্পতিবার দিবাগত রাতে শারদীয় দুর্গাপূজার মণ্ডপগুলোতে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও মণ্ডপ কমিটির সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজ নেন তিনি।
এসময় তিনি বলেন, গত সাড়ে ৯ বছরে এ দেশের সকল ধর্মের মানুষ মিলেমিশে সব উৎসব পালন করেছে। শুধু শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল বলেই এটি সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশকে আজ অর্থনীতিতে বিপ্লব ঘটিয়েছেন, যা অতীতের কোনো সরকার পারেনি, তাই এই এদেশে অর্থনীতির চাকাকে আরো সচল করতে আগামী একাদশ নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি আরও বলেন, ‘এ আসনে আমাকে মনোনয়ন দিলে আপনাদের দোয়া, আশীর্বাদ ও সমর্থনে বিপুল ভোটে জয়ী হয়ে এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এসময় তিনি জনগণের কল্যাণে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করারও প্রতিশ্রুতি দেন।’
পরির্দশনে তার সহধর্মীনি ফারহানা ইয়াসমিন প্রেমাসহ বিভিন্ন শ্রেণীর পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।