পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয় হয়েছে। এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে ১১১ শিক্ষার্থী পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদে চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন।
৩৬তম নিয়োগ পরীক্ষায় নিয়োগ পাওয়া এসব এসআই আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন জেলা, মহানগর পুলিশ ইউনিটে দায়িত্ব পালন করবেন।
জানা যায়, ৩৬তম এসআই নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ ১৩৬ জন নিয়োগ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এরপর ২য় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১১১), এবং ৩য় অবস্থানে রয়েছে রাবি (৭৫)।
তবে সামগ্রিক ভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সব কলেজ থেকে মোট ৬০৬ জন নিয়োগ পেয়েছে।
গত কয়েক বছর ধরে বিসিএসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ পরীক্ষায় জবি শিক্ষার্থীরা অনেক ভালো করে আসছে।
এদিকে, সিনিয়রদের এমন সাফল্যে জবি শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনিয়রদের শুভকামনা জানিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন পোস্ট শেয়ার করছে।