কক্সবাজারে ভারি বৃষ্টিতে পাহাড় ধসে একই পরিবারের চার ভাই-বোনসহ পাঁচজন নিহত হয়েছে।
বুধবার ভোর পাঁচটার দিকে কক্সবাজারের দক্ষিণ রুমালিয়ার ছড়া এবিসি ঘোনায় ও রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
একই পরিবারের নিহত চার শিশুরা হলেন, দক্ষিণ রুমালিয়ারছড়ার জামাল হোসেনের তিন মেয়ে খাইরুন্নেছা (৬), কাফিয়া আকতার (১০), মর্জিয়া আকতার (১৪) এবং ছেলে আব্দুল খাইর (৮)।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল জানান, ভোরে ভারী বৃষ্টিপাতের সময় রুমালিয়ারছড়া এলাকায় ওই চার শিশুর মা বাড়ির বাইরে কাজ করছিলেন। এ সময় বাড়ির পাশের পাহাড়টি হঠাৎ করে ধসে পড়ে। এতে ঘরে ঘুমিয়ে থাকা চার শিশু মাটির নিচে চাপা পড়ে।
নিহতের স্বজনরা জানান, মাটি চাপা পড়ার পর শিশুদের মায়ের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নেয়া কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অন্যদিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে পাহাড় ধসের ঘটনায় জাকির হোসেনের ছেলে মোর্শেদ আলম (৬) নিহত হয়।
এদিকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক।
গেল কয়েকদিন ধরে সারাদেশে হালকা থেকে ভারি বৃষ্টিপাত ও কোনো পরিকল্পনা ছাড়া পাহাড় কাটার কারণে এই ধসের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: DBC News
শে/টা/বা/জ