ময়মনসিংহের ধোবাউড়ায় টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার দেখা দিয়েছে। এতে অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।
বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি প্রবেশ করছে। এতে ঢলের পানিতে প্লাবিত হচ্ছে প্রায় সম্পূর্ণ উপজেলা। পানিবন্দি হয়ে পড়ছে লক্ষাধিক মানুষ। পানিবন্দি অবস্থায় মানবেতর দিন কাটছে সাধারণ মানুষের। অনেকের ঘরে পানি থাকায় রান্নাবান্না করতে পারছে না। শুকনো খাবার খেয়ে দিন কাটছে তাদের।
সরেজমিন ঘুরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শুক্রবার বিকালে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের খাগগড়া গ্রামের মুক্তিযোদ্ধা মুকশেদ আলীর বাড়ির পাশে নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি টুকছে নিচু এলাকায়।
এ ছাড়া গত বছর পাহাড়ি ঢলে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে রহমতের বাজারের পাশের নেতাই নদীর বাঁধ, ঘোঁষগাঁও ইউনিয়নের রায়পুর এবং ভালুকাপাড়া এলাকায় ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করছে। ভাঙনের পর থেকেই হু হু করে পানি বেড়ে সম্পূর্ণ উপজেলা প্লাবিত হয়েছে।
উপজেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। গবাদিপশু নিয়ে পড়েছে বেকায়দায়। ঢলের পানিতে তলিয়ে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ।
পোড়াকান্দুলিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক বলেন,বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন জানান, পানিবন্দি মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে পানিবন্দিদের সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে সাহায্য চাওয়া হয়েছে।