পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম একটি নতুন মাইলফলক অর্জন করেছেন। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টের তৃতীয় দিনে তিনি এই মাইলফলক ছুঁয়েছেন। খবর ক্রিকেট পাকিস্তানের।
২৯ বছর বয়সি এই ব্যাটসম্যান পঞ্চম পাকিস্তানি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রান অতিক্রম করেছেন। তার দুর্দান্ত গড় ৪৯.০৮, শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ। ৩০১ ইনিংস জুড়ে, আজম ৩১টি সেঞ্চুরি ও ৮১টি হাফসেঞ্চুরি করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের দিক দিয়ে রয়েছেন ইনজামাম-উল-হক। তিনি ২০ হাজার ৫৪১ রান সংগ্রহ করেছেন। আর তাকে অনুসরণ করে এগিয়ে রয়েছেন ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, জাভেদ মিয়াঁদাদ ও বাবর আজম।
এদিকে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টের তৃতীয় দিনশেষে চালকের আসনে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮ উইকেট হাতে নিয়ে ৩০০ রানে এগিয়ে অজিরা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৮৭ রানের জবাবে ২৭১ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে পাকিস্তান। কিন্তু সফরকারীদের ফলো অন না করিয়ে ২১৬ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৮৪ রান করেছে তারা।
দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫৩ ওভারে ২ উইকেটে ১৩২ রান করেছিল পাকিস্তান। ৮ উইকেট হাতে নিয়ে ৩৫৫ রানে পিছিয়ে ছিল উপমহাদেশের দলটি। ইমাম উল হক ৩৮ ও নাইটওয়াচম্যান খুররাম শাহজাদ ৭ রানে অপরাজিত ছিলেন।