পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। তৈল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান নাজমুল আহসানকে পানি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা নাজমুল আহসানকে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্য আদেশে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব চালিয়ে আসা কবির বিন আনোয়ারকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন অধিশাখার উপসচিব ইফতেখারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে— এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।