জামালপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জন্য ভোট চাওয়ায় সাইফুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক মানিক সওদাগর। এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় বকশীগঞ্জ উপজেলা মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম মুঠোফোনে জাগো নিউজকে বলেন, আমি বকশীগঞ্জ কাঁচাবাজারের সভাপতির দায়িত্ব পালন করছি। এজন্য আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি কোনো ভোট চাইনি। এখন শুনছি, আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মানিক সওদারগর বলেন, সম্প্রতি পৌর এলাকার কাঁচাবাজারে বাজার সমিতির আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার মেয়র বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে সাইফুল ইসলাম নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। বিষয়টি উপজেলা বিএনপির নজরে এলে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।