বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) বিশেষ অভিযানে নেত্রকোনার বিভিন্ন এলাকা থেকে গত চার বছরে কর্তৃক জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
আজ (৪ আগস্ট) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের পাড়লা এলাকায় নেত্রকোনা ৩১ বিজিবি সদর দপ্তর কার্যালয়ে এসকল মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় ৩১বিজিবির অধিনায়ক কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ২০১৭ সাল থেকে ২০২২ পর্যন্ত উদ্ধারকৃত এক কোটি ৩৭ লক্ষ ২৫ হাজার ৩ শত টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ,ফেন্সিডিলসহ, গাঁজা, ইয়াবা ধ্বংস করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল, সদর পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাবিকুন্নাহার।