নেত্রকোনায় চলন্ত উঠতে গিয়ে নিচে পড়ে ট্রেনে কাটা পড়ে রুবেল নামে (২৮) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৫ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের কোর্ট স্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত রুবেল জেলার মোহনগঞ্জ উপজেলার নোয়াগাও গ্রামের বাসিন্দা ছিলেন।
স্টেশনে থাকা প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মহুয়া লোকাল ট্রেন নেত্রকোনা কোর্ট স্টেশনে থামে।
পরে যাত্রী উঠানামা করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনে রুবেল উঠতে যায়। এসময় হঠাৎ পা পিছলে ফ্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যায়। এতে করে শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই রুবেল নিহত হয়।
খবর পেয়ে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সুরুজ্জামান মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছে।
নেত্রকোনা বড় স্টেশনের মাস্টার মো: নাজমুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন।