রাত নয়টায় নিভে গেল সব ঘরের আলো। পুরো শহরে অন্ধকার। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতের শহীদদের স্বরণ করলো জাতি। এই রাতে হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরীহ বাঙালির ওপর। নিরস্ত্র মানুষকে হত্যা করে নির্বিচারে। থামিয়ে দেওয়ার চেষ্টা করে স্বাধীকার আদায়ের আন্দোলন। কিন্তু বাঙালি জেগে উঠেছিল। সেই হত্যাকারীদের বিরুদ্ধে লড়াই করে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা।
সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই আজ রাত নয়টায় বিদ্যুতের আলো নেভানো হলো। রাত ৯টা থেকে ৯টা ১মিনিট পর্যন্ত একমিনিটের জন্য সব ঘরের আলো নিভিয়ে দিয়ে এই রাত স্মরণ করলো বাংলাদেশ। সারাদেশের ন্যায় শেরপুরেও ঠিক ৯টায় অন্ধকারে ১ মিনিট ১৯৭১ এর ভয়াল ২৫ মার্চ রাতকে স্মরণ করলো।