‘ফারুক আহমেদ বকুল ফুটবল টূর্ণামেন্ট’ এর ফাইনাল খেলা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগস্ট বুধবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, গত তিন বছর ধরে রাজনগর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল এর পৃষ্ঠপোষকতায় ‘ফারুক আহমেদ বকুল ফুটবল টূর্ণামেন্ট’ অনুষ্ঠিত হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গেল বছর টূর্ণামেন্ট এর তৃতীয় আসর বসে। টূর্ণামেন্ট-এ মোট ১৬টি দল অংশ নেয়। কিন্তু সঙ্গত কারণে ওই বছর খেলার ফাইনাল সম্পন্ন হয়নি।
ফলে ১৪ আগস্ট বুধবার বিকেলে দোহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আসরটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে জিআর স্পোর্টিং ক্লাবকে এক-চার গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সেভেন স্টার স্পোর্টিং ক্লাব।
পরে বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কার প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া, জেলা পরিষদ সদস্য বিল্লাল হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।