শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানীয় জলের তরিৎ ব্যবস্থা করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদ্বয় হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালে পানির সংকট পরিলক্ষিত হওয়ায় বৃহস্পতিবার (১৩ জুন) দ্রুত সময়ের মধ্যে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (১২ জুন) উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান আকস্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এসময় হাসপাতালের অন্যান্য সমস্যাগুলোর পাশাপাশি পানি সরবরাহের বিষয়টি খুবই জটিল পর্যায়ে বলে অভিযোগ করেন ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনেরা। বিশুদ্ধ পানীয় জলের সংকট ছাড়াও টয়লেটসহ পরিস্কার-পরিচ্ছনতার কাজে ব্যবহৃত পানির সংকট চোখে পড়ার মতো ছিল। ফলে ওই সময়ই উপজেলা পরিষদ ও প্রশাসন হাসপাতালে পানি সরবরাহের ব্যবস্থা করতে আশ্বাস দেন। এরই প্রেক্ষিতে পরদিন বৃহস্পতিবার হাসপাতালে সাবমার্সিবল পানির পাম্প বসিয়ে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি আব্দুস সবুর, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহিদ হাসান, দেলুয়ার হোসেন রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।