শেরপুরের নাকুগাঁও সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশীকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতের কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদের হস্তান্তর করা হয়।
ইমিগ্রেশন সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৫ বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হাতে হস্তান্তর করে। হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকরা বিভিন্ন সময় অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। পরে ভারতীয় সীমান্তরক্ষীর হাতে ধরা পড়লে বিভিন্ন মেয়াদে কারাভোগ করে। কারাভোগ শেষ হলে মঙ্গলবার তাদের হস্তান্তর করা হয়। দেশে ফেরত বাংলাদেশীরা হলো- জেলার নালিতাবাড়ী উপজেলার বারমারী গ্রামের শাহাজুল হকের ছেলে মোমিন মিয়া (২২), শ্রীবরদী উপজেলার জুলগাঁও গ্রামের জবেদ আলীর ছেলে মনু মিয়া (২২), একই গ্রামের আব্দুল মন্নাফের ছেলে মিজানুর রহমান (২০), কুড়িগ্রামের রৌমারি উপজেলার চর ফুলবাড়ি গ্রামের জলব উদ্দিনের ছেলে গেটু মিা (৪০) ও একই উপজেলার খাটিয়ামাড়ি গ্রামের আব্দুল হকের ছেলে শাকিবুল ইসলাম (২৫)। এরমধ্যে মোমিন মিয়া ২০ মাস, মনু মিয়া ৫ মাস, মিজানুর রহমান ৫ মাস, গেটু মিয়া ৪ বছর ও শাকিবুল ৫ মাস কারাভোগ করে।
হস্তান্তরের সময় ভারতের কিল্লপাড়া ক্যাম্প কমান্ডার রাম সিং, পুলিশ উপ-পরিদর্শ ডি হাজং এবং বাংলাদেশের হাতিপাগার বিজিবি ক্যাম্প কমান্ডার সাইফুল ইসলাম ও পুলিশ উপ-পরিদর্শক নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস/ বা.স