শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গা পুজা উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সারা বিশ্বে কোভিট-১৯ এর মহামারী চলছে। এরই মাঝে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে জীবিত রেখেছেন। তাই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। সেইসাথে বছর ঘুরে আমাদের মাঝে ফিরে এসেছে শারদীয় র্দূগোৎসব। তাই র্দূগোৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্মাবলম্বীদের মাঝে আনন্দের জোয়ার বাইছে। এ দূর্গা পুজা প্রত্যেক বাঙালীর কাছে যেন এক আলাদা অনুভুতি। তাই এই করোনা মহামারীর মাঝে আমরা সকলেই যেন স্বাস্থ্যবিধি মেনে উৎসবে মেতে উঠি। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের মঙ্গল করুন।
শুভেচ্ছান্তে,
মো. মোকছেদুর রহমান লেবু
চেয়ারম্যান
উপজেলা পরিষদ, নালিতাবাড়ী, শেরপুর।