শেরপুরের নালিতাবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে শনিবার (১১ জুলাই) বিকেলে রাজনগরে উপজেলা কৃষক লীগের আয়োজনে এক বৃক্ষরোপন কর্মসুচী পালিত হয়েছে।
এতে নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের আহবায়ক খন্দকার শফিক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির।
অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ বকুল, নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক হাজী আজাদ মিয়া, জেলা কৃষক লীগের ভুমি বিষয়ক সম্পাদক শামশাদ আলম সরকার, পোড়াগাঁও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু সাইদ ও সুজিদ দে প্রমুখ। এসময় রাজনগর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বিভিন্ন ফুল ও ফলের গাছ রোপন করা হয়।