শেরপুরের নালিতাবাড়ীতে ৩৪ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে জামালপুর ক্যাম্পের র্যাব-১৪ এর সদস্যরা। আজ বৃহস্পতিবার (১৬ জুন) সকালে উপজেলা সদরের পৌর শহরের বাইপাস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক আনোয়ার হোসেন উপজেলার সীমান্তবর্তী পানিহাটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এমএম. সবুজ রানার উপস্থিতিতে নালিতাবাড়ী পৌর শহরের বাইপাস মোড়ে আল আমীনের মোটরসাইকেল গ্যারেজের সামনে পাঁকা রাস্তায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় ৩৪ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৫১ হাজার টাকা বলে জানায় র্যাব।
এ ব্যাপারে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, আটক আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্নস্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় র্যাবের পক্ষ থেকে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।