- ফাইল ছবি
শেরপুরের নালিতাবাড়ীর পোড়াগাঁও ইউনিয়নের দরিদ্র দের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে ওই ইউনিয়নের ডিলার রিপন চিরানের বিরুদ্ধে। ৩০ কেজি চালের বিপরীতে ৩শ টাকার স্থলে কার্ড তৈরির খরচের কথা বলে আরো জন প্রতি ১শ টাকা করে বাড়িয়ে ৪শ টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং তার স্বামী রিপন চিরানের নামে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির ডিলারশীপ নেন। তার আওতায় ওই এলাকার ৬শ কার্ডধারী রয়েছেন। যাদের মধ্যে সরকারের নিয়ম অনুযায়ী কেজি প্রতি ১০ টাকা করে নেয়ার কথা। কিন্তু গত ২৬ মার্চ এর প্রথম দফায় চাল বিক্রিকালে ১০ টাকা কেজি করে ৩০ কেজি চালের বিপরীতে ৩শ টাকার স্থলে ৪শ করে টাকা আদায় করেন। তবে কেউ কেউ ওই সময় ৩শ টাকা করে দিয়ে একশ টাকা বাকীও রাখেন।
দ্বিতীয় দফায় মঙ্গলবার (৭ এপ্রিল) চাল বিক্রিকালে বাকী রাখা কার্ডধারী ওইসব চাল ক্রেতার কাছ থেকে ত্রিশ কেজির বিপরীতে ৩শ টাকার স্থলে ৪শ টাকা আদায় শুরু করেন। এসময় স্থানীয় ইউপি সদস্য হযরত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ এর প্রতিবাদ করলে একপর্যায়ে ৩শ করে নেওয়া হয়। করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন-অস্বচ্ছল মানুষদের জিম্মি করে অতিরিক্ত টাকা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন এলাকাবাসী ।
উপকারভোগী কার্ডধারী আন্দারুপাড়া গ্রামের হাবিবুর রহমান কার্ড নং ২৩০, ছফর আলী কার্ড নং ৮৪৭, রফিকুল ইসলাম কার্ড নং ২৭২ সকলেই জানান তাদের কাছ থেকে ৩০ কেজি চালের মূল্য ৩শ টাকার বিপরীতে ৪শ টাকা নিয়েছেন বন্দনা চাম্বুগং। এই চালের ডিলার রিপন চিরান হলেও পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং সে নিজেই এসব চাল উত্তোলন ও বিতরন করেন।
আন্ধারুপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য হযরত আলী জানান, কার্ডের নামে অতিরিক্ত টাকা নেয়ার কোন নিয়ম নেই বলেই জানি। কিন্তু নতুন কার্ড তৈরির কথা বলে ১শ করে টাকা নেয়ায় আমি নিষেধ করি। তারপরও প্রায় বেশিরভাগ কার্ডধারীর কাছ থেকে অতিরিক্ত ১শ করে টাকা নেয়া হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন জানান, বন্দনা চাম্বুগং ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চালের জন্য ৩শ টাকারস্থলে অনেকের কাছ থেকে ৪ শ টাকা করে নিয়েছে বলে অনেকেই বলেছেন । এটি খুবই দুঃখজনক। বর্তমান সময়ে করোনা ভাইরাস আতংকে কর্মহীন মানুষের কাছ থেকে বাড়তি টাকা নেয়া উচিত হয়নি।
ডিলার রিপন চিরানের স্ত্রী পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আদিবাসী নেত্রী বন্দনা চাম্বুগং অভিযোগের বিষয়ে বলেন, আমার প্রতিপক্ষের লোকজন মিথ্যা অভিযোগ তুলেছেন যা সঠিক নয়। তিনি আরো বলেন, অতিরিক্ত টাকা তিনি নেননি। সবার কাছ থেকেই ৩শ করে টাকা করেই নিয়েছেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান (ইউএনও) সাংবাদিকদের জানান, বিষয়টি শোনেছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।