You dont have javascript enabled! Please download Google Chrome!

নালিতাবাড়ীতে সড়ক দূর্ঘটনায় দলিল লেখক নিহত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে সড়ক দূর্ঘটনায় মো. আশরাফ আলী (৫৫) নামে এক দলিল লেখক নিহত হয়েছে। শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সে উপজেলার নয়বিল ইউনিয়নের মধ্য আন্ধারুপাড়া গ্রামের মৃত. শুকুর মাহমুদের ছেলে।

নিতহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে আশরাফ আলী ব্যাটারি চালিত অটো রিকশা যোগে নালিতাবাড়ী শহরে আসছিলেন।

উপজেলার শিমুলতলা দুই লেন সড়কে ওই আটো রিকশা এসে পৌঁছালে আরেকটি অটো রিকশার সাথে সংঘর্ষ হয়। এতে অটো রিকশা দুটি উল্টে যায়। ফলে অটো রিক্সা যাত্রী আশরাফ গুরুতর আহত হন। স্থানীয়রা তকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আশরাফ আলী নালিতাবাড়ী উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ভাতিজা রায়হান আহমেদ রতন ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!