You dont have javascript enabled! Please download Google Chrome!

নালিতাবাড়ীতে সড়কের পাশে হেলে আছে ৩৩ কেভির খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে ৩৩ কিলোভোল্টের (কেভি) বিদ্যুতের সঞ্চালন লাইনের দুটি খুঁটি এক মাসে বেশি সময় ধরে হেলে আছে। যেকোনো সময় খুঁটি দুটি পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

আবাসিক প্রকৌশলীর (বিদ্যুৎ) কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেরপুরের গাজিরখামার বিদ্যুৎ উপকেন্দ্র থেকে গত ডিসেম্বরে নালিতাবাড়ী হয়ে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ২৯ কিলোমিটার লাইনে ৩৩ কেভির বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এই খুঁটিতেই পৌরসভায় সরবরাহের জন্য বিদ্যুতের লাইনও স্থাপন করা হয়েছে। ৫ এপ্রিল টানা বর্ষণে পৌর শহরের চকপাড়া এলাকায় ওই লাইনের দুটি খুঁটি হেলে পড়ে। এ পর্যন্ত ওই খুঁটি দুইটি হেলে আছে। তাই যেকোনো সময় খুঁটি পড়ে গিয়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।

পৌরসভার কাউন্সিলর মো. জহুরুল হক বলেন, বেশি বৃষ্টিপাতের কারণে এক মাস ধরে দুটি খুঁটি হেলে পড়ে আছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বিদ্যুতের আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে জানানো হয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. সোহরাব আলী বলেন, বিষয়টি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা আবাসিক প্রকৌশলীকে জানানো হয়েছে। তাঁরা দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!