শেরপুরের নালিতাবাড়ীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আয়োজনে ৮ দফা দাবি নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সদস্য সচিব হারুন অর রশিদ লিখিত ৮ দফা দাবি পাঠ করেন। এ সময় নন্নী ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আবু ইলিয়াস সাদ্দাম বলেন, ১৯৮৩ সালে সারাদেশব্যাপী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো পথচলা শুরু করে এখনো বিনা বেতন ভাতায় পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানগুলো ১৯৮৩ সাল থেকে বিনাবেতনে শিক্ষকরা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। অপরদিকে ২০১২ সালে প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষাবান্ধব মুজিব কন্যার সরকার জাতীয়করণ করেছেন। সময়ের ব্যবধানে অনেক শিক্ষক আজ বেঁচে নেই। আবার অনেক শিক্ষক স্বপ্ন নিয়ে স্বীকৃতি পাওয়ার আশায় চাকুরী ছাড়েননি। কিন্তু আজও মাদ্রাসাগুলোকে কোন প্রকার সুবিধার আওতায় আনা হয়নি। প্রধানমন্ত্রীর কাছে দাবি আমাদের প্রতিষ্ঠানগুলোকে যেন এই মুজিব বর্ষেই জাতীয়করণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারক লিপি প্রদানের মাধ্যমে মানববন্ধন শেষ হয়।