শেরপুরের নালিতাবাড়ীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ও উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুর যৌথ উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মে) বিকেলে প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষা উপ-কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
মতবিনিময় সভায় অতিথিবৃন্দ বলেন, বাদশা-লেবু নামে একটি ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা এই ঐক্য পরিষদ করেছি সাধারণ মানুষের কল্যানের জন্য। আমাদের এই ঐক্য পরিষদ থেকে আগামী দিনে নালিতাবাড়ীর ভূমিপুত্র হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ হতে মনোনয়নের প্রাপ্তীর দাবী জানাব। সেইসাথে নালিতাবাড়ীতে একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করার দাবি করছি। আমরা এখন সাধারন মানুষের নিরাপত্তা, কল্যাণ, অন্যায় ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি। এছাড়াও আগামী দিনে আওয়ামী লীগকে সু-সংগঠিত করে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার জন্যই আমাদের এই ঐক্য।
মতবিনিময়কালে বক্তব্য রাখেন, সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, লাল মোহাম্মদ শাহজাহান, মাহফুজুর রহমান সোহাগ, মনিরুল ইসলাম মনির, এম. সুরুজ্জামান, আমিনুল ইসলাম, মঞ্জরুল আহসান, জাহাঙ্গীর আলম তালুকদার, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান সোহেল, বিপ্লব দে কেটু, আমিরুল ইসলাম ও আব্দুল মোমেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, নালিতাবাড়ী বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাবেক ছাত্র লীগ নেতা দেলোয়ার হোসেন রিপন, আতিকুর রহমান মানিক, ছাত্র লীগ নেতা হারুন অর রশিদ ও সাব্বির আহাম্মেদ বাদশা প্রমুখ।