শেরপুরের নালিতাবাড়ীতে ট্রান্সপারেন্সি ইন্টচারন্যাশনাল (টিআইবি)’র অনুপ্রেরণায় পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সাথে আজ (২৭ নভেম্বর) সোমবার দুপুরে সনাকের আয়োজনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সনাক সভাপতি অবসরপ্রাপ্ত শিকিা জোবায়দা খাতুনের সভাপতিত্বে ও টিআইবির এরিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমনের সঞ্চালনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন, প্রেসকাব সভাপতি এমএ হাকাম হীরা, সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, বাংলার কাগজ সম্পাদক ও চ্যানেল নাইন প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, সাংবাদিক মান্নান সোহেল, আমিরুল ইসলাম, আঃ মোমেন প্রমুখ।
সভায় সরকারী-বেসরকারী পর্যায়ে বিভিন্ন দফতরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের পরামর্শ ও সহযোগিতা আহবান করা হয়।
শেরপুর টাইমস/ বা.স