শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারমারী সাধু লিওর খ্রিস্টধর্মপল্লীতে দুই দিনব্যাপী ফাতেমা রাণীর তীর্থ উৎসব শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে সমাপ্ত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার তীর্থ উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১৫ হাজার রোমান ক্যাথলিক খ্রিস্টভক্তগন এতে অংশ গ্রহন করেন। বিকেলে পাপ স্বীকার ও খ্রিস্টযাগের মাধ্যমে তীর্থ উৎসবের উদ্বোধন করেন প্রধান বক্তা বাংলাদেশের কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও সিএসসি। রাতে আলোর শোভাযাত্রা, সাক্রান্তের আরাধনা, গীতিআলেখ্য ও নীশি জাগরণ অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ৮টায় জীবন্ত ক্রুশের পথের মাধ্যমে দ্বিতীয় দিনের কর্মসুচী শুরু হয়। পরে বেলা ১২ টায় মহা খ্রিস্টযাগের মাধ্যমে ২৪তম তীর্থ উৎসবে সমাপ্তি ঘোষণা করেন ময়মনসিংহ খ্রিস্টধর্ম প্রদেশের বিশপ পনেন পৌল কুবি সিএসসি। শান্তিপূর্ণভাবে তীর্থ উৎসব সমাপ্ত হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানান।
এতে শেরপুরের জেলা প্রশাসক মোমিনুর রশিদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ইউএনও হেলেনা পারভীন ও ওসি বছির আহমেদ বাদল উপস্থিত হয়ে সার্বিক খোঁজখবর নেন। এবারের তীর্থ উৎসবের মুলসুর ছিল ‘ভ্রাতৃত্ব ও মিলন সমাজ গঠনে ফাতেমা রাণী মা মারিয়া’।