শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে তারাগঞ্জ উত্তর বাজার দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুস মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, সদস্য এড: গোলাম কিবরিয়া বুলু, যুব লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার মুকুল, মিজানুর রহমান মিজান প্রমুখ।
এতে আওয়ামী লীগ, যুব লীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থত ছিলেন।